sadat

জয়কলি পাবলিকেশন্সের ১সেট বুয়েট জাদুকরী বই। বুয়েট ভর্তিচ্ছুরা একাদশ শ্রেণি থেকেই জয়কলি’র ১সেট বুয়েট বই পড়লে ভালো ফলাফল সম্ভব ।

সাদাত হোসেন
১ম, বুয়েট, ২০১৯-২০

একাদশ শ্রেণি থেকে ও ভর্তি প্রস্তুতির সময়ে শর্ট টেকনিক ও মনে রাখার Magic ছন্দ সমৃ্দ্ধ জয়কলি’র এক সেট বই পড়েছি।

রাগীব নূর
১ম, মেডিকেল, ২০১৯-২০

মূল বইয়ের পাশাপাশি বুয়েট পদার্থ/পদার্থ বিচিত্রা, বুয়েট রসায়ন / রসায়ন বিচিত্রা, বুয়েট গণিত/গণিত বিচিত্রা, বায়োলজি বিচিত্রা এবং প্রশ্নব্যাংক বইগুলো ভালোভাবে অনুশীলন করলে ভর্তি পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করা সম্ভব বলে আমার দৃঢ় বিশ্বাস। আমি সকলের সুস্থতা এবং সাফল্য কামনা করছি।

মেফতাউল আলম সিয়াম
১ম, বুয়েট, ২০২০-২১

ভর্তি পরীক্ষার প্রস্তুতিতে আমি জয়কলি’র ইংলিশ বিচিত্রা, হিসাব বিচিত্রা ও প্রশ্নব্যাংক পড়েছি। আমার ভালো ফলাফল অর্জনে এই বইগুলো অপরিসীম ভূমিকা রেখেছে। এছাড়াও জয়কলি’র বাংলা বিচিত্রা, ব্যবসায় বিচিত্রা, ফিন্যান্স বিচিত্রা ও ICT বইগুলো বেশ ভালো মানের। বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা এই বইগুলো পড়লে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারবে বলে আমার বিশ্বাস। সকলে জয়কলির প্রতি আস্থা রেখো।

আরাফাত সামির আবির
১ম, ঢাবি গ-ইউনিট, ২০২০-২১

মেডিকেল প্রিপারেশনের জন্য মেডি সিরিজটা বেশ উপযোগী। এছাড়া শেষের দিকে জয়কলি হাইলাইটস প্রকাশিত হয়, এতে যে Information দেওয়া থাকে সেগুলো শেষ মুহুর্তের প্রিপারেশন হিসেবে বেশ কার্যকর। তাই মেডিকেল ভর্তিযুদ্ধে নিজেকে টিকিয়ে রাখতে আমার মনে হয় একদম প্রথম থেকেই জয়কলি সিরিজের বইগুলো পড়া উচিত। আর সেগুলো বারবার অনুশীলন করা উচিত।

মিশরী মুনমুন
১ম, মেডিকেল, ২০২০-২১

আল্লাহর অশেষ রহমতের পাশাপাশি জয়কলি পাবলিকেশন্স-এর মানবিকের ১ সেট বই আমার এ সাফল্যে অবদান রাখায় জয়কলি’র প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় চান্স পেতে প্রয়োজন পূর্ব পরিকল্পনা, সঠিক গাইড লাইন ও Advance প্রস্তুতি। তাই আমি একাদশ শ্রেণির শুরু থেকেই জয়কলি’র বাংলা বিচিত্রা, English Bichitra, জয়কলি GK, Textbook Practice ও প্রশ্নব্যাংক বই নিয়ে কলেজের পড়ালেখার পাশপাশি ভর্তি প্রস্ততি নিতে থাকি। জয়কলি’র বইগুলো বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির জন্য অনন্য ও অসাধারণ। অনুজরা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য জয়কলি’র মানবিকের ১ সেট বই পড়লে ভর্তি পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করবে, ইনশাআল্লাহ।

নাহনুল কবীর নোয়েল
১ম, ঢাবি, ২০২১-২২

জয়কলি’র মানবিক সিরিজের ১ সেট বই আমার সাফল্যে অবদান রাখায় জয়কলি’র প্রতি কৃতজ্ঞ। আমি একাদশ শ্রেণির শুরু থেকেই জয়কলি’র বাংলা বিচিত্রা, English Bichitra, জয়কলি GK, জয়কলি মৌলিক বিষয়াবলি, প্রশ্নব্যাংক ও মডেল টেস্ট বই নিয়ে কলেজের পড়ালেখার পাশাপাশি ভর্তি প্রস্তুতি নিতে থাকি। বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু শিক্ষার্থীরা জয়কলি’র মানবিকের ১ সেট বই পড়লে ভর্তি পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে পারবে বলে আমি মনে করি।

অয়ন চক্রবর্তী
১ম, ঢাবি, ২০২২-২৩

মূল বইয়ের বিকল্প নেই। তবে মূল বইয়ের পাশাপাশি ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য জয়কলি’র ১ সেট মেডি সিরিজের বই খুবই সহায়ক। কেননা, জয়কলি’র প্রতিটি বই-ই কয়েকটি Type এ ভাগ করে সুন্দরভাবে Step by Step উপস্থাপন এবং বিগত বছরের প্রশ্ন সমাধান, শর্ট টেকনিক এবং পর্যাপ্ত অনুশীলনের জন্য অতিরিক্ত প্রশ্ন দিয়ে সাজানো হয়েছে। মেডিকেল ভর্তিচ্ছু শিক্ষার্থীরা একাদশ শ্রেণি থেকেই মূল বইয়ের পাশাপাশি জয়কলি’র মেডি সিরিজের ১ সেট বই- মেডি বায়োলজি, মেডি রসায়ন, মেডি পদার্থ, মেডি English, মেডি GK, মেডি প্রশ্নব্যাংক ও মেডি মডেল টেস্ট পড়লে ভর্তি পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে পারবে।

রাফসান জামান
১ম, মেডিকেল, ২০২২-২৩

আল্লাহর অশেষ রহমতের পাশাপাশি জয়কলি’র বিজ্ঞান সিরিজের ১ সেট বই আমার এ সাফল্যে অবদান রাখায় জয়কলি’র প্রতি কৃতজ্ঞ। বিশ্ববিদ্যালয় চান্স পেতে প্রয়োজন পূর্বপরিকল্পনা, সঠিক গাইড লাইন ও Advance প্রস্তুতি। তাই আমি একাদশ শ্রেণির শুরু থেকেই মূল বইয়ের পাশাপাশি পদার্থ বিচিত্রা, রসায়ন বিচিত্রা, গণিত বিচিত্রা, বায়োলজি বিচিত্রা এবং প্রশ্নব্যাংক বই নিয়ে Advance ভর্তি প্রস্তুতি নিতে থাকি। জয়কলি’র বইগুলো বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির জন্য অনন্য, অসাধারণ, অতুলনীয় এবং Step by Step উপস্থাপন। জয়কলি’র প্রতিটি বই-ই শর্ট টেকনিক, মজার মজার ছন্দ, দ্রুত উত্তর বের করার Magic কৌশল সংবলিত। অনুজরা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য জয়কলি’র বিজ্ঞানের ১ সেট বই পড়লে ভর্তি পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করবে।

এসএম নাফিসুল আজিজ
১ম, ঢাবি, ২০২২-২৩