বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের কিছু কমন প্রশ্ন ও উত্তর

সুপ্রিয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু পরীক্ষার্থীবৃন্দ, আন্তরিক শুভেচ্ছা নিও। আশা করি ভালো আছো এবং ভর্তি প্রস্তুতি সঠিক গাইডলাইন অনুযায়ী সুন্দরভাবে এগিয়ে নিচ্ছো। প্রতিবছর অনেক শিক্ষার্থী জয়কলি’র বই ও বিশ্ববিদ্যালয় ভর্তি সংক্রান্ত বিষয়ে ই-মেইল, মেসেজ ও মোবাইল ফোনে অনেক প্রশ্ন করে। শিক্ষার্থীদের পাঠানো বাছাইকৃত কিছু প্রশ্ন ও উত্তর নিচে দেওয়া হলো—

সতর্কবার্তা

জয়কলি’র বিই সম্পর্কে যারা ভুল-ভাল বলে বিভ্রান্তি ছড়াচ্ছে তারা হয় জয়কলি’র বইটি পড়েনি কিংবা তাদের অজ্ঞতা। জয়কলি’র বইয়ের সাফল্যে ও গুণাগুণে ভীত-সন্ত্রস্ত হয়ে তারা এরূপ অপপ্রচার চালাচ্ছে। তারা তোমার বন্ধু নয়; বরং শত্রু। তাই জয়কলি’র বইটি পড়ে নিজেই সিদ্ধান্ত নাও।

উত্তর : প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসেই হয়েছে। তবে সিলেবাসের বাইরেও দুই-একটি প্রশ্ন এসেছে।

উত্তর : ঢাকা বিশ্ববিদ্যালয় বাদে সকল বিশ্ববিদ্যালয়ই দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে।

উত্তর : বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন বাজারে যে কোনো বই (১০/১৫টি) থেকে প্রশ্ন আসতে পারে। একজন শিক্ষার্থীর পক্ষে ভর্তি পরীক্ষার এই স্বল্পসময়ে বাজারের সকল বই কিনে তা একসাথে সমন্বয় করে পড়া সম্ভব নয়। শিক্ষার্থীদের এই সমস্যার কথা চিন্তা করে পাঠ্যবইয়ের গুরুত্বপূর্ণ তথ্য, উপাত্ত, MCQ ও বিগত প্রশ্নের সমন্বয়ে জয়কলি’র প্রতিটি বইয়ের প্রত্যেকটি অধ্যায় ধারাবাহিকভাবে বিভিন্ন Part ও Type-এ ভাগ করে Step by Step রচিত বিধায় জয়কলি’র মানবিক/ ব্যবসায় শিক্ষা সিরিজের ১সেট বিইকে ভর্তি পরীক্ষার সহায়ক Text Book বলা হয়।

উত্তর : প্রায় শতভাগ প্রশ্ন কমন পড়ে। জয়কলি’র মানবিক সিরিজের ১সেট বই থেকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ঢাবিতে MCQ অংশে ৫৮/৬০টি ও ব্যবসায় শিক্ষা সেট থেকে MCQ অংশে ৫৮/৬০টি এবং Written অংশে শতভাগ প্রশ্ন কমন পড়েছে।

উত্তর : অফলাইন/অনলাইন যে কোনো ১টি কোচিং করতে পারো। তবে কোচিং করলেই বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে এমন কোনো কথা নেই। এমন অনেকেই আছে যারা কোচিং না করেও বিশ্ববিদ্যালয় চান্স পেয়ে। তাই, কোচিং করো বা না-ই করো জয়কলি’র মানবিক/ব্যবসায় শিক্ষা সিরিজের ১সেট বই কিনতে ও পড়তে ভুল করো না। কারণ, জয়কলি’র মানবিক/ব্যবসায় শিক্ষা সিরিজের ১সেট বই থেকে সকল বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রায় শতভাগ প্রশ্ন কমন পড়ে।

তাই, কোচিং যার যার, জয়কলি’র বই হোক সবার।

উত্তর : জয়কলি’র প্রত্যেকটি বই সকল Text Book-র গুরুত্বপূর্ণ সকল তথ্য, উপাত্ত, MCQ ও বিগত প্রশ্নের সমন্বয়ে সহজ ও সাবলীলভাবে রচিত। একাদশ শ্রেণির পাঠ্যবইয়ের যে কোনো ১টি অধ্যায় পড়ার পরে জয়কলি’র মানবিক/ব্যবসায় শিক্ষা সিরিজের বইয়ের সেই অধ্যায়টি পড়লে ও ভালোভাবে আয়ত্তে নিলে ভর্তি পরীক্ষায় প্রায় শতভাগ নম্বর ও চান্স প্রাপ্তি সহজ হবে। তাছাড়া, জয়কলি প্রকাশিত প্রশ্নব্যাংক ও মডেল টেস্ট থেকে বিগত সালে সর্বাধিক প্রশ্ন কমন পড়েছে।

উত্তর : HSC পরীক্ষার পর ভর্তি পরীক্ষার জন্য খুবই কম সময় পাওয়া যায়। এই স্বল্পসময়ে একজন শিক্ষার্থীর পক্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি নেওয়া সম্ভব নয়। তাই, একাদশ শ্রেণির শুরু থেকেই জয়কলি’র মানবিক/ব্যবসায় শিক্ষা সিরিজের ১সেট বই পড়লে বেশি উপকৃত হবে। একাদশ/দ্বাদশ শ্রেণির পাঠ্যবইয়ের যে বিষয়ের যে অধ্যায়টি পড়ানো শেষ হবে জয়কলি’র মানবিক/ব্যবসায় শিক্ষা সিরিজের সে বিষয়ের সে অধ্যায়টি পড়বে ও ভালোভাবে আয়ত্তে নিবে। এভাবে পড়লে HSC পরীক্ষার পূর্বেই তোমার Advance ভর্তি প্রস্তুতি হয়ে যাবে। HSC পরীক্ষার পরে মূল বই ও জয়কলি’র মানবিক/ ব্যবসায় শিক্ষা সিরিজের ১সেট বই বারবার Revision দিলে সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ভালো ফলাফল অর্জন সহজ হবে।

উত্তর : প্রথমে English Text Book-এর একটি অধ্যায় পড়া শেষ করার পরে English Bichitra’র ঐ অধ্যায়টি মনোযোগ সহকারে পড়ো। এভাবে Text Book ও English Bichitra সমন্বয় করে প্রতিটি অধ্যায় পড়া শেষ করো। মনে রাখবে, ঘরে বসেই নিজে নিজে সকল বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতির আদর্শ গৃহশিক্ষক English Bichitra। English Bichitra বইটি এমনভাবে রচিত হয়েছে, যা পাঠ্যবইয়ের বিকল্প নয়; বরং সহজ উপস্থাপন।

উত্তর : বিশ্ববিদ্যালয় পরীক্ষার সময় নিচের বিষয়গুলো অত্যন্ত সতর্কতার সাথে দেখবে:

১ম সতর্কতা : প্রশ্ন ও উত্তরপত্র পাওয়ার সাথে সাথে পুরো প্রশ্নটি একবার ভালোভাবে দেখে নাও, কোথাও ছেঁড়া/প্রিন্টিং মিসটেক আছে কিনা। উত্তরপত্রের নির্ধারিত স্থানের বৃত্তগুলো ঠান্ডা মাথায় পূরণ করবে।

২য় সতর্কতা : কঠিন ও জটিল প্রশ্ন নিয়ে বেশি চিন্তা করে সময় নষ্ট করা যাবে না। কারণ, এই কঠিন প্রশ্নটি নিয়ে ভাবতে থাকলে সময় স্বল্পতার জন্য সহজ প্রশ্নটির উত্তর বাদ পড়ার সম্ভাবনা থাকে। তাই, যে প্রশ্নটি দেখামাত্রই উত্তর করতে পারবে না সেটি স্কিপ করে পরবর্তী প্রশ্নে আগানোই বুদ্ধিমানের/বুদ্ধিমতীর কাজ। মনে রাখবে, ৪০টি সহজ প্রশ্নের প্রতিটির উত্তরের জন্য ৩৫ সেকেন্ড ও ২০টি কঠিন প্রশ্নের প্রতিটির উত্তরের জন্য ৬৫ সেকেন্ড বরাদ্দ রাখবে।

৩য় সতর্কতা : সতর্কতার সাথে উত্তরপত্রের নিদির্ষ্ট বৃত্তটি ভরাট করবে, যাতে বৃত্তটি কেটে/ঘষাঘষি/মুছে নতুন বৃত্ত ভরাট করতে না হয়। বৃত্ত ভরাটের সঠিক নিয়ম- বৃত্তটির পরিধির দিক থেকে ভরাট শুরু করে আস্তে আস্তে কেন্দ্রের দিকে ভরাট করবে যাতে কোনো ফাঁকা/সাদা জায়গা না থাকে। এতে কলমের দাগ কখনো বৃত্তের বাহিরে যাবার সম্ভাবনা থাকে না। বৃত্তটি ফাঁকা/সাদা থাকলে উত্তরটি বাতিল হতে পারে।

উত্তর : প্রথমেই তুমি কোন বিশ্ববিদ্যালয়ে / গুচ্ছ পদ্ধতির কোন ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে চাও, তার সিদ্ধান্ত নাও। িএবার তুমি যে বিশ্ববিদ্যালয়ে যে ইউনিটে ভর্তি পরীক্ষা দিবে সেই বিশ্ববিদ্যালয়ের সেই ইউনিটের জয়কলি’র ১টি প্রশ্নব্যাংক বই সংগ্রহ করে দেখো যে ঐ ইউনিটে কী কী বিষয়ে প্রশ্ন আসে। যে যে বিষয়ে প্রশ্ন আসে জয়কলি’র বিষয়ভিত্তিক বিচিত্রা সিরিজের সেই সেই বই সংগ্রহ করে প্রস্তুতি নাও। ভর্তি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি ও প্রায় শতভাগ প্রশ্ন কমনের জন্য জয়কলি’র বিষয়ভিত্তিক বইগুলো সকল বিশ্ববিদ্যালয়ের জন্য শথভাগ কার্যকর। বিচিত্রা সিরিজের বই- বাংলা বিচিত্রা / English Bichitra / জয়কলি GK / মৌলিক GK / হিসাব বিচিত্রা / ব্যবসায় বিচিত্রা / ফিন্যান্স বিচিত্রা / মার্কেটিং বিচিত্রা / Varsity Math / পদার্থ বিচিত্রা / রসায়ন বিচিত্রা / গণিত বিচিত্রা / বায়োলজি বিচিত্রা।

উত্তর : জয়কলি’র মেডি সিরিজের ১সেট বই– মেডি বায়োলজি, মেডি রসায়ন, মেডি পদার্থ, মেডি English, মেডি GK, মেডি প্রশ্নব্যাংক, মেডি মডেল টেস্ট, মেডি হাইলাইটস, ডেন্টাল এইড ও আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজ বই পড়ো।


বিএসসি নার্সিং এর জন্য জয়কলি BSc Nursing Aid, ডিপ্লোমা নার্সিং এর জন্য জয়কলি Diploma Nursing Aid এবং জয়কলি নার্সিং এইড প্রশ্নব্যাংক, জয়কলি নার্সিং এইড মডেল টেস্ট বইগুলো পড়ো।

উত্তর : জয়কলি’র বুয়েট সিরিজের ১সেট বই– বুয়েট গণিত, বুয়েট রসায়ন, বুয়েট পদার্থ, বুয়েট প্রিলি, বুয়েট প্রশ্নব্যাংক, বুয়েট আর্কিটেকচার ও বুয়েট মডেল টেস্ট বই পড়ো। টেক্সটাইল বিশ্ববিদ্যালয় / টেক্সটাইল কলেজের জন্য BUTex / Gtec এবং মেরিন ইঞ্জিনিয়ারিং-এর জন্য মেরিন বিচিত্রা পড়ো।

জয়কলি’র বই কিনলে যে সকল কোর্স/ক্লাস ফ্রিতে করত পারবে
জয়কলি’র কোর্সসমূহ
কোর্স ফি
Engineering Aid
৫০০০/-
Medi Aid
৫০০০/-
Varsity Aid
(বিজ্ঞান/মানবিক/বাণিজ্য)
৪০০০/-
Agri Aid
৩০০০/-
GST Aid
৩০০০/-
Nursing Aid
২৫০০/-
JU/RU/CU/BUP Aid
২৫০০/-
জাতীয় বিশ্ববিদ্যালয় NU Aid
(বিজ্ঞান/মানবিক/বাণিজ্য)
৩০০০/-

বই কিনে  ৫০০০ টাকার কোর্স/ক্লাস ফ্রিতে করো জয়কলি’র পেইজে

HSC পরীক্ষার পরে নয়; বরং একাদশ-দ্বাদশ শ্রেণি থেকেই জয়কলি’র ১সেট বই নিয়ে Advance ভর্তি প্রস্তুতি নাও, চান্স নিশ্চিত।

জয়কলি’র বই Text Book-এর বিকল্প নয়; বরং ভর্তি পরীক্ষার সহজ উপস্থাপন

বুয়েট-মেডিকেল-বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় Text Book-এর কোনো বিকল্প নেই। প্রতিটি বিষয়ে ১০/১৫টির অধিক Text Book রয়েছে। ভর্তি পরীক্ষায় যেকোনো লেখকের বই থেকে প্রশ্ন আসতে পারে। সেক্ষেত্রে তুমি কোন বইটি পড়ে প্রস্তুতি নিবে?
একজন শিক্ষার্থীর পক্ষে এই স্বল্পসময়ে অনেক লেখকের বই সংগ্রহ করে তা একই সাথে সমন্বয় করে পড়া সম্ভব না। শিক্ষার্থীদের এসব সমস্যার কথা চিন্তা করে বিষয়ভিত্তিক সকল লেখকের বইয়ের গুরুত্বপূর্ণ সকল তথ্য, MCQ প্রশ্ন ও গাণিতিক সমস্যাবলি এবং বিগত সালের সকল প্রশ্ন দিয়ে Step by Step-এ সাজানো হয়েছে জয়কলি’র প্রত্যেকটি বই। তাই, ভর্তি পরীক্ষার সহায়ক সেরা Text Book-ই হচ্ছে জয়কলি’র বই। আর ভর্তি প্রস্তুতিতে জয়কলি’র ১সেট বই-ই যথেষ্ট। ভর্তি পরীক্ষার জন্য জয়কলি’র ১সেট বই (বুয়েট / মেডিকেল / বিজ্ঞান / মানবিক / ব্যবসায় শিক্ষা) পড়লে প্রায় ১০০% প্রশ্ন কমন ও চান্স নিশ্চিত।

বুয়েট-মেডিকেল-বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতিতে ছাত্রদের ১ম চয়েস- জয়কলি’র বই।